ঢাকা, ২৫ নভেম্বর: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের মধ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত জমিয়তের পল্টনস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উভয় দলের নেতারা বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে ইসলাম, দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে চলার পন্থা নিয়ে হৃদ্যতাপূর্ণ আলোচনা করেন। আলোচনার সময় তারা একমত হন যে, দেশের স্বার্থে ও ইসলামের আদর্শকে সমুন্নত রাখতে এ ধরনের মতবিনিময় সভা নিয়মিতভাবে আয়োজন করা উচিত।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনূস আহমাদের নেতৃত্বে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এবং মাওলানা লোকমান হোসাইন জাফরী।
অন্যদিকে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা তাফাজ্জল হক আজীজ, মাওলানা ফজলুল করীম কাসেমী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল কাসেমী।
সভায় নেতারা নিজেদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন, যা ইসলামী মূল্যবোধের বিস্তার ও দেশের উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন।
এ ধরনের উদ্যোগ দেশের রাজনৈতিক পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে, এমনটাই মনে করছেন বক্তারা।
আরও পড়ুন